কাশ্মীরের ডাল লেকে হাউসবোটে আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু

0
142
ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন।

 

 

আলোড়ন৭১ প্রতিবেদক:

ভারতের কাশ্মীরের রাজধানী শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লেগে ৩ বাংলাদেশি পর্যটক নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গণপূর্ত বিভাগ রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও ঠিকাদার রাউজান কদলপুরের মোহাম্মদ মইনুদ্দিন চৌধুরী।

পুলিশ জানিয়েছে, শনিবার ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশে থাকা অন্যান্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। আগুনে অন্তত পাঁচটি হাউসবোট পুড়ে গেছে এবং আরও বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোট থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৩ বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানানো হয়নি।

এর আগে গত জুলাই মাসে হাউসবোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেবারও শ্রীনগরের ডাল লেকে আগুন লেগেছি। সমকাল থেকে নেওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here