ফুকরা ইউপিতে পালিত হল জাতীয় শোক দিবস ১৫ই আগস্ট

1
4338
দিবস পালিত,জাতীয় শোক দিবস,দিবস

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ত্যাগী-নেতাদের সমন্বয় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ই আগস্ট দিনটি বাঙালী জাতীর জীবনে কষ্টের শোকাবহ অশ্রুসিক্ত দিন। এই দিনে কতিপয় দুস্কৃতিকারীরা মহান নেতা বঙ্গবন্ধ ুশেখ মজিবুর রহমান সহ পরিবারকে হত্যা করে ছিল। আজ তাদের আত্মার মাগফেরাতের জন্য ফুকরা ইউপির ২৭ টি স্পটে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বিশেষ মোনাজাত শেষে তবারক বিতরন করেছেন। প্রতিটি ওয়ার্ডে আওয়ামী-লীগ নেতানেত্রী ও দেশপ্রেমী ব্যাক্তিদ্বয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অনান্য ব্যক্তিদের আত্মার স্বরণে বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন,তারাইল বাজারের মোঃ ইসতেহাক আহমেদ পটু, তারাইলের শেখ মোঃ নুর ইসলাম, ফুকরা পশ্চিম খাকীপাড়া ও পশ্চিম পাড়ায় নুরজ্জামান খাকী, এ ছাড়াও দক্ষিণ ফুকরা, ধলগ্রাম, ভুলবাড়িয়া,শিকদারবাড়ি সহ বিভিন্ন স্পটে এবং মসজিদে মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে । প্রতিটি স্পটের পূর্ব-প্রস্তুতি সহ সার্বিক পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী-লীগের সভাপতি মোঃ মোক্তার হোসেন, চেয়ারম্যান ও সাধারন সম্পাদক ইউপি মোঃ ইমদাদুল হক মোল্লা, সভাপতি ফুকরা ইউপি আওয়ামী-লীগ মোঃ শের আলী মোল্লা ও অনান্য নেতাকর্মীবৃন্দ।

1 COMMENT

  1. What i do not realize is actually how you’re not really much more well-liked than you might be now. You are very intelligent. You realize therefore considerably relating to this subject, produced me personally consider it from a lot of varied angles. Its like women and men aren’t fascinated unless it’s one thing to accomplish with Lady gaga! Your own stuffs nice. Always maintain it up!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here