নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন: শেখ সেলিম

0
3356
মেশিন বিতরণী অনুষ্ঠান
গোপালগঞ্জ জেলা পরিষদের দারিদ্র নিরসন প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

সাইফুল ইসলামঃ

গোপালগঞ্জ জেলা পরিষদের দারিদ্র নিরসন প্রকল্পের আওতায় সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত। শনিবার দুপুরে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,’ বাংলাদেশ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আক্কাস আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম মিটু, জেলা যুব লীগের সভাপতি জিএম সাহাবুদ্দিন আযম, সাধারণ সম্পাদক এমবি সাইফসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,’ পাকিস্তান আমাদের গোলাম করে রেখেছিল, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী সংসদে বলেছেন ১০ বছরের মধ্যে পকিস্তানকে বাংলাদেশের মত বানিয়ে দেবেন। আমিও সংসদে বলেছি পাকিস্তান ১০ বছরে বাংলাদেশের সমান এগোলে তখন বাংলাদেশ ২০ বছর এগিয়ে থাকবে। নারীদের উন্নয়নের জন্য বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পুরুষ ও নারীর মধ্যে কোন বৈষম্য রাখা হচ্ছে না। সকল নাগরিকের জন্য চাকরি, ব্যবসাসহ সকল ক্ষেত্রে সমান সুযোগ দেয়া হচ্ছে।জেলা পরিষদ পরিচালিত দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী সেলাই, এমব্রয়ডারী, বুটিক ও বাটিক প্রশিক্ষণ কোর্স শেষে ২৩ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন প্রধান অতিথি শেখ ফজলুল করিম সেলিম।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here