গোপালগঞ্জে উপজেলার নির্বাহী অফিসারদের সাথে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত।

3
4815
জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
গোপালগঞ্জে উপজেলার নির্বাহী অফিসারদের সাথে জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত।

সাদেক আহমেদ:
গোপালগঞ্জ জেলা প্রশাসক মো: মোকলেসুর রহমান সরকার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বৃহসপতিবার ৪টায় কাশিয়ানী, মুকসেদপুর, টুংগিপাড়া, কোটালিপড়া ও গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসারদের সাথে কথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষ থেকে তিনি সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী অফিসারদের নিয়ে নির্বাচনীয় আলোচনা করেন, কিভাবে শান্তি পূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, সবাই যেন নির্ভয় ভোট দিতে পারে তার জন্য কী কী পদক্ষেপ নেয়া উচিৎ ও মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি,ও সন্ত্রাসবাদ প্রতিরোধে পদক্ষেপ কথা বলেন । এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মাঈন উদ্দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসক জানান নির্বাচনীয় প্রস্তুতি অংশ হিসেবে উপজেলার সকল দলের সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের পোষ্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুন সরিয়ে নেওয়া হয়েছে। মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি,ও সন্ত্রাসকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। এসময় কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান বলেন নির্বাচনীয় বিষয়েসহ যেকোন ব্যপারে ইউএনও মহদয় সাথে সমন্নয়ের মাধ্যমে আমরা সবাই মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি,ও সন্ত্রাসকারীদের দমন করব। এ সময় উপজেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here