গরু উপহার পেলেন তিস্তাপাড়ের আল্পনা

0
3052
গরু উপহার পেলেন
গরু উপহার পেলেন তিস্তাপাড়ের আল্পনা
মোঃ ফরহাদ হো‌সেন, ডিমলা প্রতি‌নি‌ধিঃ
নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বন্যাকবলিত তিস্তা নদী ভাঙ্গন উত্তরখড়িবাড়ী গ্রামের আল্পনা বেগম তিস্তা নদী রক্ষা কমিটির সার্বিক সহযোগীতায় ও অংকুর ইন্টারন্যাশনালের অর্থায়নে একটি গরু ও ঘর‌ মেরামত বাবদ ৩ হাজার টাকা উপহার পেলেন।
স্থানীয় সূ‌ত্রে জানা যায় আল্পনা বেগম এক সন্তানের জননী। স্বামীহীন অবস্থায় বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থতায় ভূগছেন। তার পিতার অভাবী সংসারে কর্মহীন দিন যাপন করছেন।
আজ শ‌নিবার ২২ আগষ্ট ২০ বি‌কে‌লে অংকুর ইন্টারন্যাশনালের অর্থায়নে উক্ত গরুটি ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপ‌স্থিত ছি‌লেন তিস্তা নদী রক্ষা কমিটি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, ত্রান-সম্পাদক হারুন-অর-রশিদ, অর্থ-সম্পাদক রেজাউল করিম, নীলফামারী পায়রা সেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, শাহাদত, শাহীন ও আলমগীর হোসেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here