কাশিয়ানী উপজেলাকে পাখির অভয়াশ্রম ঘোষনা দিলেন ইউ এন ও

0
3674
ঘোষনা দিলেন ইউ এন ও
কাশিয়ানীকে পাখির অভয়াশ্রম তৈরী করতে এই উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ

আলোড়ন প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীকে পাখির অভয়াশ্রম তৈরী করতে এই উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।
তিনি আলোড়ন প্রতিনিধিকে বলেন কিছু দিন পূর্বে রাতইল বাওড়ের চরে মধুমতির পারে পাকি শিকারিদের আটক করে এনে ভ্রাম্যমান আদালত বসিয়ে বন্যোপ্রাণী সংরক্ষন আইন ২০১২/৩৮/১ এর ধারায় তিন জনকে ৮০হাজার টাকা জরিমান করি। তিনি আরো বলেন পাখি শিকারের ব্যপারে কোন ছাড় নেই বন্দুক ইয়ারগান জাল ফাস যাই হোক না কেনো, অবৈদ্য শিকারীকে ধরিয়ে দিতে পারলে তাকে ১হাজার টাকা পুরস্কৃত করা হবে। ভিবিন্ন সময় শিকারীরা পাখি শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির পাখির সংখ্যা কমে যাচ্ছে এবংবিদেশী পাখি আগের মত এখন দেখা যায়না। তাই আমি কাশিয়ানী উপজেলাকে পাখির অভয়াশ্রম ঘোষনা দিয়ে পাখি শিকারীদের সতর্ক করে দিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here