কাশিয়ানীসহ ১০৬টি উপজেলায় বিদ্যুতায়ন কর্মসূচী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

4
4440
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাশিয়ানী(গোপালগঞ্জ)উপজেলা প্রতিনিধি:
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৬ টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কর্মসূচী হিসেবে উদ্বোধন ঘোষণা করেন। বৃহসপতিবার ০১ নভেম্বর বেলা ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন।
শতভাগ বিদ্যুতায়িত কাশিয়ানী উপজেলায় মোট ইউনিয়ন সংখ্যা ১৪টি। এই উপজেলার মোট বিদ্যুৎ গ্রাহকের সংখ্যা ৬২,৬৭১ জন। বিদ্যুৎ লোডের চাহিদা ১৫ মেগাওয়াট। প্রাপ্ত বিদ্যুৎ লোড ১৫ মেগাওয়াট। অর্থাৎ উপজেলায় কোন লোড শেডিংনেই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহঅফিসার এ.এস.এম মাঈন উদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডি.জি.এম আবু রায়হান, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.আজিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামচুন নাহার মিন াজামান, জেলা সদস্য সোহরাফ হোসেন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.ওয়ালিদ হোসেন রুবেল, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক শরাফত হোসেনলাভলু, উপজেলা আওয়ামীলীগের দপ্তরসম্পাদক সহিদুল খন্দকার, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেনআনু ,উপজেলার কর্মকর্তা কর্মচারী, সকল ইউনিয়ন চেয়ারম্যানসহ কাশিয়ানী বাসী অংশ নেন এবং সন্ধ্যয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

4 COMMENTS

  1. I absolutely love your blog.. Pleasant colors & theme.
    Did you build this website yourself? Please reply back as I’m planning to create my very own blog and would like to find out where you got this from or exactly what the theme is
    named. Many thanks!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here