কাশিয়ানীবাসির জন্য শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির সহজ উপায়

0
1025
লাইসেন্স প্রাপ্তির সহজ উপায়
ড্রাইভিং লাইসেন্স সহজভাবে প্রাপ্তির লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগামী ২৮ নভেম্বর, ২০১৯ তারিখ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী এক ক্যাম্পেইনের অয়োজন করা হয়েছে

আলোড়ন প্রতিনিধি:

ড্রাইভিং লাইসেন্স সহজভাবে প্রাপ্তির লক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অগামী ২৮ নভেম্বর, ২০১৯ তারিখ বৃহস্পতিবার উপজেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী এক ক্যাম্পেইনের অয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের অবেদনপত্র বিতরন ও গ্রহন করা হবে।পাশাপাশি অনলাইন অবেদনের প্রশিক্ষণ দেয়া হবে।

ঐদিন লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ফিসহ আবেদন করলে নির্দিষ্ট সময় পর লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। মূলত ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পূর্বশর্ত লার্নার লাইসেন্স। এ লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে ভোগান্তি এড়ানোর জন্য সুযোগ্য জেলা প্রশাসক,গোপালগঞ্জ জনাব শাহিদা সুলতানা স্যারের নির্দেশনায় কাশিয়ানীবাসির জন্য এ অয়োজন।

পেশাদার ড্রাইভিং লাইসেন্স-এর জন্য বয়স নূন্যতম ২০ বছর এবং অপেশাদার এর জন্য ন্যূনতম ১৮ বছর হতে হবে।

লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১। নির্ধারিত ফরমে আবেদন।
২। রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট
( উক্ত ক্যাম্পে কাশিয়ানী স্বাস্থ্য বিভাগ কর্তৃক প্রেরিত একজন ডাক্তার মেডিকেল সার্টিফিকেট প্রদানে সহযোগীতা করবেন)
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্ম সনদ/পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি।
৪। নির্ধারিত ফী, ১ ক্যাটাগরি-৩৪৫/-টাকা ও ২ ক্যাটাগরি-৫১৮/-টাকা।
৫। সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
৬। শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।

উক্ত অনুষ্ঠানে ড্রাইভিং লাইসেন্স বিহীন সকল ধরনের যানবাহন চালককে আমন্ত্রন জানানো হচ্ছে।

আসুন আমরা সবাই –
ট্রাফিক আইন মেনে চলি;
নিরাপদ সড়ক নিশ্চিত করি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here