কাশিয়ানীতে ৩৩ কেবি ক্রসিং টাওয়ার নির্মাণ কাজ উদ্বোধন

0
639
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা মধুমতির পশ্চিম পাড়ে ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের মধুমতি রিডার ক্রসিং টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন শেষে মোনাজাত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনা মধুমতির পশ্চিম পাড়ে ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের মধুমতি রিডার ক্রসিং টাওয়ারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টম্বর) দুপুর ২টায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন, গোপালগঞ্জ জোনের আওতায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনে মধুমতি রিডার ক্রসিং টাওয়ার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়।
এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. হাদীউজ্জামান,বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের গোপালগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের কাশিয়ানী উপজেলার এজিএম মো. আবু রায়হান, মের্সাস কনফিডেন্স ইষ্টিল লিঃ এর ইঞ্জিনিয়ার মাসুম তফাদার, সাংবাদিকবৃন্দসহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।
উল্লেখ্য, মের্সাস কনফিডেন্স ইষ্টিল লিঃ এর মাধ্যমে ৫ কোটি ১৭ লক্ষ ৫ হাজার ২ শত টাকায় নির্মিত এই ৩৩ কেবি ক্রসিং টাওয়ার নড়াইল গ্রীড উপকেন্দ্রের সাথে সংযুক্ত হবে। কাশিয়ানী উপজেলার দীর্ঘ দিনের বিদ্যুৎ সমস্যা দূর হবে ।
উক্ত নতুন বৈদ্যুতিক লাইনটি কাজ শেষ হলে যাতে নিরবিছিন্ন বিদ্যুৎ পায় এমনি প্রত্যাশা উপজেলা বাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here