কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ উদযাপিত

0
2798

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
মহান বিজয় দিবস। বাঙ্গালী জাতীর সর্ব শ্রেষ্ঠ দিন। বহু সংগ্রাম, তাজা রক্ত, অনেক তাজা প্রাণ, মা-বোনদের সম্ভ্রমহানী এবং সঠিক নেতৃত্বের মাধ্যমে বাঙ্গালী জাতি লাভ করে তাদের প্রিয় স্বাধীনতা। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনের মধ্য পালিত হয় ৪৯ তম মহান বিজয় দিবস। বিজয় দিবসের প্রথম প্রহরে কাাশিয়ানী থানা প্রাঙ্গণে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শহীদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৬.৩০ টায় উপজেলা নিবার্হী অফিসার রথীন্দ্র নাথ রায়ের সভাপতিতে উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, সহকারী কমিশনার ভূমি মো. আতিকুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। বেলা ৯ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধ পবিবারবর্গের সদস্যদের নিয়ে দঃ ফুকরা বটতলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করেন। দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here