কাশিয়ানীতে ভুয়া ওয়ারিশন সনদ না দেওয়ার জন্য চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা

1
993
কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাস

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নে ভুয়া ওয়ারিশন সনদ না দেওয়ার জন্য হাতিয়াড়া গ্রামের বিমল কৃষ্ণ রঙ্গের ছেলে দীপংকর রঙ্গ মিথ্যা মামলা করেন চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাসের বিরুদ্ধে।
কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান দেবদুলাল বিশ্বাসের কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আমার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিমল কৃষ্ণ রঙ্গের ছেলে দীপংকর রঙ্গ ওয়ারিশন সনদ নিতে আসে এবং আমার সন্দেহ হলে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য ও গ্রাম পুলিশে মাধ্যমে জানতে পারি বিমল কৃষ্ণ রঙ্গের দুই ছেলে উজ্জল রঙ্গ ও দীপংকর রঙ্গ। ওয়ারিশন সনদে একার নাম লিখে আনে বিষয়টি আমি বুঝতে পারি, এলাকার একটি মহল দীপংকরের ভুয়া ওয়ারিশন সনদপত্রে আমাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিতে চেয়েছিল।

চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক মামলা কারী দীপংকর রঙ্গ

আমি ভুয়া ওয়ারিশন সনদ দিতে অস্বিকার করিলে আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক মামলা করে দীপংকর রঙ্গ । মামলটি তদন্তের জন্য থানায় এসেছে এবং তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বাহির হলে পরবর্তিত্বে আমি ন্যায় বিচার পাব।
কাশিয়ানী থানা অফিসার ইন চার্জ মো. আজিজুর রহমান বলেন, মামলার কাগজপত্র দেখে সঠিক তথ্যের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here