কাশিয়ানীতে বৃহসপতিবার ইউএনও এর বাজার মনিটরিং

0
3011
বাজার মনিটরিং
বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ

আলোড়ন প্রতিনিধি:

করোনা ভাইরাস সংক্রমন রোধে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বৃহসপতিবার সকাল হতে দুপুর ২:০০ টা পর্যন্ত কাশিয়ানী বাজার, বেলতলা, কাঠামদরবস্তু, ব্যাসপুর, জয়নগর, মাঝিগাতি, বাথানডাঙ্গা, জিকাবাড়ি, সাতাশিয়া, রাজপাট চৌরঙ্গী, রাজপাট, আড়ুয়াকান্দি, রামদিয়া, গোপালপুর, তিলছড়া, ঘোনাপাড়া – মোট ১৬ টি বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ।

তিনি বলেন, অনেককেই বিনা কারনে রাস্তায় ও বাজারে বাজারে ঘুরতে দেখা গেছে। নিষেধাজ্ঞা অমান্য করে অনেককে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় পাওয়া যায়। অনেক মটর সাইকেলে ৩ জন আরোহী দেখতে পাওয়া গেছে। এসময় জনস্বার্থ বিবেচনায় আইন প্রয়াগে কঠোর হতে হয়েছে। আজও দোকান খোলা রাখার কারনে রামদিয়া বাজার ও কাশিয়ানীতে দুই দোকানদারকে জরিমানা করিছি। তিনি আরোও বলেন জনস্বার্থে বিশেষভাবে অনুরোধ রইলো অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘড়ের বাহিরে বের হবেন না।

প্রিয় কাশিয়ানীবাসি,

আপনাদের স্বার্থে আমরা বাহিরে,

নিজ পরিবার ও জনস্বার্থে আপনি নিজ বাড়িতে অবস্থান করুন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here