কাশিয়ানীতে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পে লটারীর

0
3287
নারী কর্মী নিয়োগ
বেথুড়ি ইউনিয়নের লটারী মাধ্যমে ওই নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়

 


কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় দুস্থ নারী কর্মী নিয়োগ শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার ১২নং বেথুড়ি ইউনিয়নের  লটারী মাধ্যমে ওই নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়। বিধবা, স্বামী পরিত্যক্তা এবং দুস্থ ও পরিবার প্রধান তিন ক্যাটাগরী থেকে মোট ২২জন নারীকে লটারীর জন্য বাছাই করা হয়। বাছাই কৃত ২২জন নারীর মধ্যে লটারীর মাধ্যমে ১০জন  নিয়োগ দেওয়া হবে। কাশিয়ানী উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়ার নেতৃত্বে লটারীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১২নং বেথুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্ষিরোদ বিশ্বাস, উপ সহকারী প্রকৌশলী মো. ওবায়দুর রহমান, আতাউর রহমান, ইউনিয়নের মেম্বরসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। লটারী অনুষ্ঠিত হওয়ার পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী বাদল চন্দ্র কির্ত্তনীয়া বলেন- এ লটারীর আওতায় শুধু তারাই থাকবে যারা সরকারী কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।  অতপর চেয়ারম্যান উপস্থিত মহিলাদের লটারীর মাধ্যমে বিনামূল্যে ৪ বছরের জন্য ১০ জনকে নির্বাচন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here