কাশিয়ানীতে কর্মহীন ঘরবন্দী মানুষের পাশে দবির উদ্দিন আহমেদ

0
933
দবির উদ্দিন আাহমেদ
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদকে ১০ টন চাউল পৌছিয়েদেন দবির উদ্দিন আহমেদের ছোট ভাই আরিফ আহমেদ

আলোড়ন প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মহামারী করোনা ভাইরাসে ঘর বন্দী কর্মহীন মানুষের জন্য ওড়াকান্দী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের স্বকয়ার গ্র্ররুপের আবাসিক উপদেষ্টা দবির উদ্দিন আহমেদ ব্যক্তিগত উদ্যোগ ২০ টন চাউল মানবিক সাহায্যে
দিয়েছে।
গত কাল কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদের ত্রান তাহবিলে ১০ টন চাউল কাশিয়ানী উপজেলার ভিবিন্ন ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসের ঘর বন্দী কর্মহীন মানুষের মাঝে বিতরনের জন্য দেন। বাকী ১০টন চাউল তিনি তার নিজ ওয়ার্ড ও আসে পাশের ওয়ার্ডের ঘর বন্দী কর্মহীন মানুষের মাঝে বিতরন করবেন বলে জানান তার ছোট ভাই আরিফ আহমেদ।

কাশিয়ানীতে কর্মহীন
কাশিয়ানীতে কর্মহীন ঘরবন্দী মানুষের পাশে দবির উদ্দিন আহমেদ

এই প্রচারবিহীন সাহায্য কারি দবির উদ্দিন আহমেদ আলোড়ন প্রতিনিধিকে
বলেন, আমি অসহায় মানুষের পাশে দাড়িয়েছি কারন আল্লাহ আমাকে সামান্য তৌফিক দিয়েছে। আমি যতদিন এই মানুষগুলো গৃহবন্দী থাকবে ততদিন সহায়তা করে যাওয়ার চেষ্টা করব।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু, ওড়াকান্দী ইউনিয়নের চেয়ারম্যান মো. বদরুল আলম বিটুল,৪নং ওয়ার্ড মেম্বর আজিজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here