কাশিয়ানীতে করোনা প্রতিরোধে সাপ্তাহিক হাট বসতে দেওয়া হয়নি ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

0
657
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় রামদিয়া বাজারে অভিযান পরিচালনা করার সময়
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় রামদিয়া বাজারে অভিযান পরিচালনা করার সময়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারে সোমবারে সাপ্তাহিক হাট বসে কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন থাকায় হাট বসতে দেওয়া হয়নি এবং মুখে মাস্ক না পরায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় রামদিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ টি মামলার বিপরীতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবসায়ী, গাড়ি চালকসহ লোকজনের মধ্যে মাস্ক পরার শতর্ক করেন এবং মহামারী করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক প্রচারণা চালান।
রাদিয়া কেন্দ্রের অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ সকল অফিসার ও সদস্যদের করোনা কালে জনকল্যাণকর ভুমিকায় মানুষের প্রশংসা পাচ্ছে। পুলিশ এত মানকি আমাদের আগে জানা ছিলনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রতিদিন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাসহ সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here