কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত

3
4836
কমিউনিটি পুলিশিং
কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং
আলোড়ন প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গি,ও সন্ত্রাসবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ ২০১৮ অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর রবিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর আয়োজনে রামদিয়া তদন্ত কেন্দ্রে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী-মুকসুদপুর সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান।

রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের (আই,সি) খন্দকার আমিনুর রহমানের সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশিয়ানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ফিরোজ আলম।
এ সময় বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইদ্রিস আলী মিয়া, ইনায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য শরীফ সোহরাফ হোসেন, পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার আমিনুর রহমান, থানার (ওসি) তদন্ত ফিরোজ আলম।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিজামকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোকলেচুর রহমান, হাজী নওশের আলী, আব্দুল ওয়াদুদ খান, আবুল বাশার মিয়া, বলাই চাঁদ দে, বেথুড়ী ইউপি চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস, রাজপাট এম. ডি মনিরুল ইসলাম, ওড়াকান্দি বদরুল আলম বিটুল, ফুকরা এমদাদুল হক মোল্যা, হাতিয়াড়া দেবদুলাল বিশ্বাস, নিজামকান্দি মোহাব্বত হোসেন জুয়েল, যুবলীগের আহ্বায়ক আমিরুজ্জামান মিয়া, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মাসুম শেখ, দৈনিক সমকাল সাংবাদিক সাদেক আহমেদ, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নিজামুল আলম মুরাদ ও বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here