কাশিয়ানীতে কঠোর লকডাউন যৌথ বাহিনীর অভিযান

0
382
কাশিয়ানী উপজেলার বিভিন্ন হাট বাজার রাস্তা ঘাটে যৌথ বাহিনীর অভিযান নের্তৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্ত রথীন্দ্র নাথ রায়
কাশিয়ানী উপজেলার বিভিন্ন হাট বাজার রাস্তা ঘাটে যৌথ বাহিনীর অভিযান নের্তৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্ত রথীন্দ্র নাথ রায়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ৭ম দিনে কঠোর লকডাউনে দিনব্যাপী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (৭ জুলাই) সকাল থেকে কাশিয়ানী উপজেলা সদরের বিভিন্ন বাজারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্ত রথীন্দ্র নাথ রায় ও উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) সাজিয়া শাহনাজ তমার নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে তারা অভিযান পরিচালনা করেন।

গোপালগঞ্জ জেলা কমান্ডিং অফিসার মো.আজহারুল হুদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা
গোপালগঞ্জ জেলা কমান্ডিং অফিসার মো.আজহারুল হুদা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজিয়া শাহনাজ তমা

যৌথ বাহিনীর অভিযানে যুক্ত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ডিং অফিসার মো.আজহারুল হুদা, সার্কেল এডজুটেন্ট অজিদ কুমার ঘোষ, কাশিয়ানী উপজেলা প্রশিক্ষিকা আশালতা ও উপজেলা প্রশিক্ষক সঞ্জয় মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্ত রথীন্দ্র নাথ রায় বলেন, দিনদিন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে বেঁচে থাকতে হলে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে । জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হওয়া যাবে না । অন্যতায় আইন অমান্য করার অপরাধে আইন প্রয়োগকারী সংস্থা আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ডিং অফিসার মো.আজহারুল হুদা বলেন, ব্যাটালিয়ান আনসার এর মহাপরিচাল মহাদয়ের নির্দেশে গোপালগঞ্জে ২০জন ব্যাটালিয়ান আনসার ৪টি টিমে সার্বক্ষনিক ভাবে মোবাইল টিমের সাথে কাজ করে যাচ্ছে এবং উপজেলায় প্রশিক্ষকসহ দুজন অফিসার সাথে থাকছে।
এছাড়াও তিনি সবাই কে সরকারি নির্দেশনা মেনে মাস্ক ব্যবহার করে প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার জন্য আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here