কাশিয়ানীতে ইভটিজিং এক ব্যক্তিকে এক বৎসরের কারাদন্ড

0
3734
কাশিয়ানীতে ইভটিজিং এক ব্যক্তিকে এক বৎসরের কারাদন্ড
কাশিয়ানীতে ইভটিজিং এক ব্যক্তিকে এক বৎসরের কারাদন্ড

আলোড়ন ৭১ সংবাদদাতা :
গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে ইভটিজিং করার অপরাধে গতকাল বৃহসপতিবার সদর উনিয়নের চেয়ারম্যান মো.মশিউর রহমান ও স্থানীয় ব্যক্তি বর্গের উপস্থিতিতে এক ব্যক্তিকে এক বৎসরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, কাশিয়ানী উপজেলার জি,সি পাইলাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী মো. জাহাঙ্গী হোসেনের কন্যা সাদিয়া আক্তার গ্রামের রাস্তা দিয়ে বিদ্যালয় হইতে ফেরার পথে একই গ্রামের আক্তার শরীফের ছেলে দোকারে কর্মচারী মোঃ মারুফ শরীফ (৪০) জোর করে তার শালীনতা হানি করার চেষ্টা করে। এবং তার সাথে থাকা বোতলে পানীয় জাতীয় পদার্থ ও ধুলা জাতীয় তেজসক্রী পদার্থ ছিটাইয়া দেয় এসময়ে সাদিয়ার চিৎকারে আশেপাশের লোকজন তাকে আটক করে রাখে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মাঈন উদ্দিন, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনা স্থলে জান। উপজেলা নির্বাহী অফিসার সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোঃ মারুফকে তার স্বীকারোক্তিমুলক জবান বন্দীর পর তাকে এক বৎসরের কারাদন্ড দিয়ে গোপালগঞ্জ কারাগারে পাঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here