কাশিয়ানীতে আরইআরএমপি-২ প্রকল্পের চেক ও সনদ বিতরণ

0
4337
mp faruk khan, faruk

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মোট ৭ টি ইউনিয়নে ৭০ জন মহিলার মাঝে বিগত ৪বৎসরের সঞ্চয় অর্থ এবং বিধাব, দুঃস্থ ও বয়স্কদের মাঝে চেক বিতরণ করেন। বৃহসপতিবার দুপুরে কাশিয়ানী উপজেলা পরিষদ কক্ষে এল.জি.ই.ডির আয়োজনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এস, এম মাঈন উদ্দিন । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দেন, গোপালগঞ্জ-১ আসনের এমপি জনাব মুহাম্মাদ ফারুক খান । পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচি-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় (এল.সি.এস) বৃত্তহীন ৭০ জন মহিলার মাঝে চেক বিতরণ করা হয়।
উপজেলার ৭ টি ইউনিয়নের মধ্যে ১০ জন করে নারীকে এ কাজের অন্তর্ভূক্ত করা হয়। জানা গেছে, ৪ বৎসর মেয়াদি কর্মসূচিটি ছিল ১৪৬০দিনের কায়িক শ্রমের, দিন ৫০ টাকা হারে সঞ্চয়ের টাকা জমা রাখা হয়েছিল এদের। চেক বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা আওয়ামী-লীগের সভাপতি মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী-লীগের সম্পাদক কাজী জাহাঙ্গী আলম, মহিলা ভাইচ চেয়ারম্যান মীনাজামান, চেয়ারম্যান মশিউর রহমান,দেবদুলাল,উপজেলা প্রকৌশলী মো.হাবিবুর রহমান, মহিলা কর্মী আরইআরএমপি-২ জেসমিন বেগম ও অন্যান্য ব্যক্তিবর্গ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here