কাশিয়নীতে সাজাইল ও মহেশপুর ইউনিয়নের জয় দিয়ে শেষ হলো প্রথম রাউন্ড ফুটবল খেলা।

1
4136
শেষ হলো প্রথম রাউন্ড ফুটবল খেলা

আলোড়ন সংবাদদাতা:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)- ২০১৮ এর চতুর্থ দিনে ও দুটি খেলা ১০ই সেপ্টেম্বর সোমবার ৩টা থেকে উপজেলার জি,সি পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এ,এস,এম মাঈন উদ্দিন এর সভাপতিত্বে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন,মহিলা ভাইচ চেয়ারম্যান শামচুন নাহার মিনা জামান, সদর ইউনিয়ন চেয়ারম্যান মো.মশিউর রহমান, সাজাইল ইউনিয়নের চেয়ারম্যান ও কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বেথুড়ি ইউনিয়ন চেয়ারম্যান খিরোদ রঞ্জন বিশ্বাষ, মহেশপুর ইউনিয়ন চেয়ারম্যান, পুইশুর ইউনিয়ন চেয়ারম্যান পানা মোল্লা, জি,সি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক শরাফত হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহিদুল খন্দকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু ও জাতীয়দলের মহিলা ক্রিকেটার লিলি রাণী বিশ্বাষ কে সঙ্গে নিয়ে এ ফুটবল টুর্নামেন্ট এর খেলা শুরু করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) এর চতুর্থ দিনে দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম আর্ধের খেলায় বেথুড়ি ইউনিয়ন দলকে ৩-১ গোলে সাজাইল ইউনিয়ন দল পরাজিত করে। দ্বিতীয় আর্ধের খেলায় মহেশপুর ইউনিয়ন দল ৪-০ গোলে পুইশুর ইউনিয়ন দলকে পরাজিত করে। এ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বিজয়ী ৭টি দল অংশ নিবে।

1 COMMENT

  1. Thanks for one’s marvelous posting! I truly enjoyed reading it, you will be a great author.I will always bookmark your blog and will often come back from now on. I want to encourage you to ultimately continue your great posts, have a nice evening!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here