কাশিয়ানীতে খাদ্য সহায়তা করছেন মুনশী ওয়াহিদুজ্জামান

0
3028
মুনশী ওয়াহিদুজ্জামান
কাশিয়ানী উপজেলার বিশিষ্ট সমাজ সেবক ও দানোবির মুনশী ওয়াহিদুজ্জামান

আলোড়ন প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিজেকে আড়ালে রেখে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশ মেনে ঘরবন্দি কর্মহীন অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে চলমান খাদ্য সহায়তা করে যাচ্ছেন আলহাজ্ব মুনশী ওয়াহিদুজ্জামান। বিশ্বস্ত স্বজনদের তত্ত্বাবধানে গোপনীয়তা রক্ষা করে নিজ গ্রাম পিঙ্গলিয়া, কাশিয়ানী ও পার্শ্ববর্তী গ্রামের ঘরবন্দী অসহায় পরিবারের বাড়িতে পৌঁছে দিচ্ছেন এই খাদ্যপণ্য। এ পর্যন্ত ৮ শ’ পরিবারকে খাদ্য সহায়তা করা হয়েছে। তারা আরো জানায়, যতদিন পর্যন্ত দেশে এই করোনা পরিস্থিতিতে ঘর বন্দী থাকবে মানুষ ততদিন পর্যন্ত এই মহৎ ব্যক্তি মুনশী ওয়াহিদুজ্জামান  নিজ এলাকার ঘর বন্দী অসহায় মানুষের মাঝে চলমান থাকবে তার এই খাদ্যসহায়তা।

মুঠোফোন আলাপে আলহাজ্ব মুনশী ওয়াহিদুজ্জামান বলেন দেশের এই দুর্যোগময় মুহূর্তে মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান (এমপি) মহোদয়ের আহবানে সাড়া দিয়ে আমার নিজ এলাকায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দী অসহায় মানুষের মাঝে এ খাদ্য সহায়তা করছি আমি। স্থানীয়রা জানায়, আলহাজ্ব মুনশী ওয়াহিদুজ্জামান এ দুর্যোগময় মুহূর্তে খাদ্য সহায়তা করছেন, শুধু তাই নয় তিনি দীর্ঘ দিন ধরে এলাকার এতিমখানা, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে আসছেন। স্থানীয়রা আরো জানায়, বিভিন্ন সময় দুস্থ অসহায় মানুষকে অর্থ দান করেন বিধায় তাকে আমরা এলাকার বিশিষ্ট সমাজ সেবক ও দানোবির হিসেবে সম্মান করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here