আলোড়ন৭১ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হাজিরা দিতে এসে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. কাবির মিয়াসহ ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ মামুনের আদালত তাদের কারাগারে পাঠান।
এর আগে মামলার ৩২ আসামির মধ্যে ২৯ জন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়াসহ ৬ জনের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাকিদের জামিন দেন আদালত।
কোর্ট জিআরও মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৩০ জানুয়ারি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল (৫৫) ও তার গাড়িচালকসহ ৩ জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। মুকসুদপুর উপজেলা পরিষদ চত্বরের কাছে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধসহ বিক্ষোভ করে। ওই দিন রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বাদী হয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. কাবির মিয়াসহ ৩২ জনকে আসামি করে মুকসুদপুর থানায় মামলা করেন।