আলোড়ন৭১ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় পূজামণ্ডপ পরিদর্শনে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। তবুও সব পরিস্থিতি বিবেচনায় রেখে সারাদেশে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।”
আইজিপি বলেন, “আমরা কোনো প্রকার শঙ্কা অনুভব করছি না। তবে আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই না।”
পুলিশ প্রধান আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীরা যাতে দুর্গোৎসব স্বাভাবিকভাবে পালন করতে পারেন সেজন্য সব আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। বিভিন্ন পূজা মণ্ডপ আমরা পরিদর্শন করি। সব জায়গায় দুর্গাপূজা সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। বাকি দিনগুলোতেও উৎসাহ-উদ্দীপণার মধ্য দিয়ে সবকিছু শেষ হবে বলে আশা করি।”