আলোড়ন৭১ প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছাগল চুরি করে পালানোর সময় গণপিটুনিতে সাইফুল মল্লিক (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার(৩ডিসেম্বর ২৩) বিকেলে কাশিয়ানী উপজেলার পারুলীয়া ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল মল্লিক পদ্মবিলা গ্রামের ওমর আলীর ছাগল চুরি করে ইঞ্জিনচালিত ভ্যানগাড়িতে করে পালানোর চেষ্টা করেন।
ছাগলের মালিক চিৎকার দেয় এবং এলাকাবাসী তাকে ধাওয়া করেন।
দেওয়ানবাড়ী সেতুতে ওঠার সময় ভ্যান নিয়ে উল্টে পড়ে যায় সাইফুল।
স্থানীয় লোকেরা তাকে ধরে গণপিটুনি দেন।
গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
ওসি ফিরোজ আলম বলেন, ওই সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেন। পরে গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।