কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরো ৫ জন করোনা আক্রান্ত, মোট রোগী ১৮

0
3708
কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে আরো ৫ জন করোনা আক্রান্ত, মোট রোগী ১৮
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

কাশিয়ানী(গোপালগঞ্জ)প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহসপতিবার নতুন করে আরো ৫ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলাতে মোট রোগীর সংখ্যা দাড়ালো ১৮ জন। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ কাইয়ুম তালুকদার বলেন,গত ৫ তারিখে আমাদের হাসপাতাল থেকে ৫ জন রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ঢাকা নারায়নগঞ্জ ও মুনসীগঞ্জ থেকে আসা আরো ৫ জনের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের ৫ জনেরই কোভিড-১৯ (করোনা ভাইরাস) পজেটিভ পাওয়া যায়। এনিয়ে আমাদের হাসপাতালে ভর্তি আছে করোনা রুগী ১৩ জন।
এ পর্যন্ত (১৫ মে, ২০২০ ইং) কাশিয়ানীতে মোট সন্দেহভাজন করোনা রোগী হিসাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০৮ টি। এর মধ্যে রিপোর্ট পাওয়া গিয়েছে ৩৫৩ টি। এই ৩৫৩ টি রিপোর্টের মধ্যে করোনা পজিটিভ হয়েছে মোট ১৮ জন। এখনো ৫৫ টি নমুনার রিপোর্ট পেন্ডিং রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here