কাশিয়ানী ভাটিয়াপাড়া বাজারে সরকারী পাবলিক টয়েলট নির্মান,চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

1
3793
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে আধুনিক মানসম্মত পাবলিক টয়েলেট সরকারী অর্থায়ানে নির্মান
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে আধুনিক মানসম্মত পাবলিক টয়েলেট সরকারী অর্থায়ানে নির্মান

আলোড়ন প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে আধুনিক মানসম্মত পাবলিক টয়েলেট নির্মান করা হচ্ছে। সরকারী অর্থায়ানে অবদা ও রেলের জায়গায় পাবলিক টয়েলেট নির্মান নিয়ে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যানের মো. মশিউর রহমান খানের বিরুদ্ধে টয়েলেটের জায়গা দখলের মিথ্যা অভিযোগ করেন অবৈধ দখলদার জাফর মোল্যা ও আল আমিন শেখ লেলিন ।
বিভিন্ন সূএে জানা গেছে দীর্ঘদিন যাবৎ ভাটিয়াপাড়া বাজারে ব্যবহারে উপযোগী পাবলিক টয়েলেট নেই।
ভাটিয়াপাড়া বাজারের সভাপতি সাধারন সম্পাদক ও বাজারের দোকানদার মিলে বাজারের মাছের চানদিনার পার্শ্বে টয়েলেট স্থাপন সিধান্ত করেন।বাজার ব্যবসায়ী মহল ও বাজারে আগত ক্রেতা ও জনগন সকলেই মাছের চানদিনার পার্শ্বে টয়েলেট স্থাপন সিধান্তকে স্বাগত জানিয়েছে।
এব্যাপারে বাজার কমিটির সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যানের মো. মশিউর রহমান খান বলেন,বাজার কমিটির সাধারন সম্পাদক থোকন কাজী,বণিক সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক ইউপিসদস্য হান্নান সরদার, বাজার ব্যবসায়ী মহল ও প্রশাসনসহ সকলের সিধান্তে একমত হয়ে আমরা টয়েলেট নির্মানের কাজ শুরু করি। জাফর ও লেলিন দুই জন রেল ও অবদার জায়গা দখল দার আমার বিরুদ্ধে কি বলে তাতে কিছু আসে যায় না মিথ্যা কথার জবাব জনগন দেবে।

1 COMMENT

  1. Hi there! This blog post couldn’t be written any
    better! Going through this article reminds me of
    my previous roommate! He constantly kept talking about this.
    I’ll send this article to him. Pretty sure he will have a good read.
    I appreciate you for sharing!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here