
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি;
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া এস কে এস কে বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষিকা মরহুমা ফেরদৌসী আখতার এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

গত ৯ই মে ২০২১ তারিখ মৃত্যু হয়েছে রামদিয়া এস কে এস কে বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষিকা ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেনের সহধর্মিণী মরহুমা ফেরদৌসী আখতার।
১৮ই জুন শুক্রবার তাঁর স্মরণ সভা অনুষ্ঠিত হল এস কে এস কে বিদ্যাপীঠের দ্বিতীয় তলায়। আয়োজন করেন রামদিয়া এস কে এস কে বিদ্যাপীঠ ও অনুষ্ঠানের সঞ্চালন করেন সিনিয়র শিক্ষক হামিদুল্লা আল বাবলু। স্মরণ সভায় মরহুমা ফেরদৌসী আখতারের স্মৃতিচারন করে বক্তব্য দেন মরহুমা স্বামী কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, ১৪ দলীয় নেতা ডাঃ অসিত বরন রায়, রামদিয়া এস কে এস কে বিদ্যাপীঠের সভাপতি বিশিষ্ট শিল্পপতি বায়েজীদ আহমেদ, রামদিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ মো. সেলিম রেজা, বেথুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্ষিরো বিশ^াস, রামদিয়া এস কে এস কে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শরীফুল ইসলাম, রাজপাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি বিশ^াস, তিলছাড়া স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ মিনা, কাশিয়ানী উপজেলা যুবলীগের আহবায়ক আমিরুজ্জামান আমিরু, রামদিয়া এস কে এস কে বিদ্যাপীঠের সহকারী প্রধান শিক্ষক সজল কান্তি বিশ^াস, এস কে এস কে বিদ্যাপীঠের অভিভাবক সদস্য গোলোক চন্দ্র বিশ^াসসহ অরো অনেকে।
স্মরণ সভা মরহুমা ফেরদৌসী আখতার কে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন তার সহকর্মীরা অন্যান্য স্কুলের প্রধান শিক্ষক ব্যবসায়ী ও সাধারন জনগন।