কাশিয়ানীতে নতুন বই বিতরন উৎসব ২০২৩ পালিত

0
271
নতুন বই বিতরন উৎসবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান

কাশিয়ানী(গোপালগঞ্জ)উপজেলা প্রতিনিধি:
সারা দেশের ন্যায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়ও ১ জানুয়ারি নতুন বই উৎসব পালিত হয়েছে।
রবিবার (১লা জানুয়ারী ২০২৩) উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক, দাখিল, এবতেদায়ী মাদ্রাসা, ভোকেশনালে বই উৎসব পালিত হয়। উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই যোগে এই বই বিতরণ করা হয়েছে।

কাশিয়ানী মডেল সরকারী প্রাথমিক স্কুল, কাশিয়ানী সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও কাশিয়ানী জিসি পাইলট স্কুলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন বক্তব্য দেন

সকালে রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যা পীঠ চত্বরে ছাত্র ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে নতুন বই উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন। রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যা পীঠ প্রধান শিক্ষক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে বই বিতরন করা হয়।


উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, উপজেলা মাধ্যমিক অফিসার মাহাফুজা বেগম, রামদিয়া স্কুলের সহকারী প্রধান শিক্ষক সজল কান্তি বিশ^াস, সিনিয়ার শিক্ষক হামিদুল্লাহ আল বাবলুসহ ছাত্র ছাত্রী ও শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here