কাশিয়ানীতে নকল করতে গিয়ে ৮শিক্ষার্থী বহিষ্কার

0
3423
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ডিগ্রী পাসও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ২০১৯ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৮শিক্ষার্থীকে বহিষ্কার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারী শ্রীকৃষ্ণ কলেজ ও কাশিয়ানী এম এ খালেক কলেজ কেন্দ্রে ডিগ্রী পাসও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ ২০১৯ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে ৮শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
ডিগ্রী পাসও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা চলাকালে শনিবার (২ অক্টোম্বর) দুপুরে রামদিয়া সরকারী শ্রীকৃষ্ণ কলেজে কেন্দ্রে ৬য় জন ও কাশিয়ানী এম এ খালেক কলেজ কেন্দ্রে ২জন মোট ৮জন পরীক্ষার্থীকে নকলসহ ধরে ফেলেন এবং বহিষ্কার করেন।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি বিষয়ে ডিগ্রী পাসও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১.৩০ থেকে ৫টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময় অসদুপায় অবলম্বন করায় দায়িত্বরত কেন্দ্রের শিক্ষক ৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here