কাশিয়ানীতে দলীয় মনোনয়ন চেয়েছেন ৪৬ জন নেতাকর্মী

2
3961
কাশিয়ানীতে আওয়ামী লীগের দলীয় ফরম জমা দিলেন যারা

আলোড়ন প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে তিন পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন ৪৬ জন নেতাকর্মী।
জানাগেছে, উপজেলা আওয়ামী লীগের স্থানীয় ও ঢাকা কেন্দ্রীক নেতাকর্মীরা। ঢাকা থেকে অনেক নেতাই দলীয় ফরম সংগ্রহ ও জমা দিতে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ অফিসে ছুটে এসেছেন। সারা বছর এ সব নেতাকর্মীর দেখা না মিললেও নির্বাচনকে কেন্দ্র করে তারা ছুটে এসেছেন নিজ জন্ম ভূমি কাশিয়ানীর মাটিতে। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ অফিসে গত সোমবার হতে নমিনেশন ফরম বিতারণ ও গ্রহণ করা হয়েছে। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম জানান, সোমবার আমাদের কাছে মনোনয়ন ফরম জমা দেবার শেষ দিন ছিলো।

নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপন্নার সাথে দলীয় ফরম জমা দিয়েছেন। আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে-২৪,মহিলা ভাইস -চেয়ারম্যান পদে ০৬ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন,বীরমুক্তিযোদ্ধা মোঃ মোক্তার হোসেন, কাজী জাহাঙ্গীর আলম, মোঃ জানে আলম বিরু, সুব্রত ঠাকুর, মোছাঃ শামচুন্নাহার মিনা জামান, মোঃ আনোয়ারুল কাদীর রাজ, মোঃ ফারুক আহম্মদ, মোঃ আবু জাহিদ মোল্যা, নূরুজ্জামান মোল্যা জুন্নু, কাজি নূরুল আমিন তুহিন, কাইসুর রহমার সিদ্দিকী, আব্দুর রউফ মোল্যা, এ্যাডঃ মোরাদ হোসেন, জহির রায়হান পলাশ ও মোঃ আমিনূল ইসলাম আমিন।
ভাইস-চেয়ারম্যান পুরুষ পদে-যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন- মোঃ খাজা নেওয়াজ, মোঃ শফিকুল ইসলাম শহিদুল,মশিউর রহমান, আবুল কালাম আজাদ কালু, শেখ বুলবুল আহমেদ, জামিনুর রহমান জাপান, মোঃ ইউনুছ শেখ, পলাশ শিকদার, মোঃ জামাল হোসন, মোঃ টুটুল মোল্যা, মোঃ মফিজুর রহমান, মোঃ ফিরোজ মোল্যা, শেখ মোঃ মোরশেদুল ইসলাম কাবিল, শরীফ আঃ আজিজ, সরজ কান্তি বাইন, মুন্সি ইনামুল হক, সৈকত উজির মনির, দয়াল চন্দ্র বালা, খান কামরুজ্জামান ,টি,এম লায়েকুজ্জামান, মোঃ ফরহাদ হোসেন, মোঃ রাজিব হোসেন, এনামুল হক মিরাজ, মোঃ নাদিম শিকদার।
ভাইস-চেয়ারম্যান মহিলা পদে-যারা মনোনয়ন ফরম জমা দিয়েছেন তারা হলেন মোছাঃ তানজিলা বেগম, সেলিনা জামান, সোহাগী রহমান মুক্তা, মিসেস মোনালিসা, মুঞ্জুয়ারা বেগম, দূর্গা বিশ্বাস।

2 COMMENTS

  1. This web site is really a stroll-by means of for all the information you wished about this and didn’t know who to ask. Glimpse right here, and also you’ll positively uncover it.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here