কাশিয়ানীতে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু

0
3532
প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়
প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে সারা দেশের ন্যায় করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচীর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার বেলা ১২ টায় উপজেলা হাসপাতালের বুথে প্রথম করোনা ভ্যাকসিন নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোহাম্মাদ আবু রায়হান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সালমান রহমান, সিও মো: ওয়াহিদুল ইসলামসহ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. তাপস বিশ্বাস, সোসাইটির স্বেচ্ছাসেবকসহ গণমাধ্যমকর্মীরা।
আজ প্রথম ডোস হিসেবে ৩০ জনকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. তাপস বিশ্বাস, আরও জানান, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও ষাটোর্ধ্ব ব্যক্তিদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। টিকা দেয়ার কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here