কাশিয়ানীতে ইউপি নির্বাচনে বুথ ঘরের বেহাল দশা, নেই সংস্কারের কোনো উদ্যোগ

1
639
উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি নির্বাচনে বুথ ঘরের বেহাল দশা

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি নির্বাচনে বুথ ঘরের বেহাল দশা, নেই সংস্কারের কোনো উদ্যোগ।
মঙ্গলবার সরজমিনে দেখা যায় মেন রাস্তার পাশের্^ ছোট একটি টিনের ঘর, ঘরে দরজা জানালা বেড়া কিছুই নাই। স্থানীয় ভাবে জানা যায় এটি গীতাঞ্জলি সংঘ ক্লাব হিসাবে পরিচিত। স্থানীয় বেশীর ভাগ মানুষের কথা এই ভাঙ্গা ঘরে ভোটারেরা কি ভাবে ভোট দিবে। মেন রাস্তার পাশের্^ ছোট একটি টিনের ঘর বর্ষা মৌসুম হওয়ায় আসে পাশে কোন জায়গা নাই। ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোট ভোটারের সংখ্যা ৪৫৭ জন।
বর্তমান চেয়ারম্যান দেবদুলাল বিশ^াসের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি, আপনারা ৬নং ওয়ার্ডের স্থানীয় লোকদের কাছে খোজনিলে সবকিছু জানতে পারবেন।
কাশিয়ানী উপজেলা নির্বাচনী কর্মকর্তা মো. খোরসেদ আলম বলেন, আমি বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ কে জানিয়েছি বিষয়টি দ্রুত সমাধান হবে।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার রথিন্দ্র নাথ রায় বলেন, আমরা অস্থায়ী বুথ ঘর বানাবো তেমন কোন অসুবিধা হবেনা।
উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ভোটারদের দাবী ইউপি নির্বাচনের আগে যথাযথ ব্যবস্থা নেন কর্তৃপক্ষ।

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here