কাশিয়ানীতে রাস্তায় বেড়া দিয়ে প্রতিবেশীর যাতায়াতের পথ বন্ধের অভিযোগ

0
779

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে প্রতিবেশীর যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে চলাচল বন্ধের অভিযোগ উঠেছে।

বেথুড়ি ইউনিয়নের রামদিয়া গ্রামের প্রতিবেশী সিদ্দিকুর রহমান সিকদার, আমিন শিকদার, নিলুফা ইসমিন, রাসেল ও আব্দুর রহমান গাজীর বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওহিদা রহমান (রিয়া) এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিদের জানিয়েও কোন প্রতিকার পাইনি।

ভুক্তভোগী ওহিদা রহমান গতকালের অভিযোগে বলেন, আমার যাতায়াতের এক মাত্র পথ সিদ্দিকুর রহমান সিকদার, আমিন শিকদার, নিলুফা ইসমিন ও আব্দুর রহমান গাজীর প্রথমে ইটের দেওয়াল দিয়ে বন্ধ করে দেয়।

বুধবার (১০ ই মে ২০২৩) সকালে আমার অনুপস্থিতিতে আমিন শিকদার গং এসে আমার দরজা বন্ধ করে টিনের বেড়া দেয়। জানতে গেলে আমাকে অকথ্য ভাসায় গালিগালাজ করে ও গায় হাত তোলার হুমকি দেয়।

অভিযুক্ত আমিন শিকদার এর কাছে যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমার নিরাপত্তার জন্য আমি বেড়া দিয়েছি। আমার প্রতিবেশী ওহিদা রহমান বেড়া দিতে নিষেধ করলে আমি তাকে বলেছি জায়গা মাপার পর তুমি জায়গা পেলে আমি বেড়া তুলে নিব।

উভয় পক্ষের তদন্ত অফিসার রামদিয়া তদন্ত কেন্দ্রের এস আই সহিদুল ইসলামের নিকট বিষয়টি জানতে চাইলে, তিনি বলেন আমি রাসেল ও আমিন সিকদারকে জায়গা মেপে বেড়া দেওয়ার কথা বলেছিলাম। যদি জায়গা না মেপে বেড়া দেয় তবে এটা অন্যাই করেছে। বিষয়টি আমি শুনেছি আমি এখন ছুটিতে।

কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৩নং ওয়ার্ডের সদস্য মো. জুয়েল মোল্যা বলেন, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বিষয়টি নিয়ে আমাদের ইউনিয়ন অফিসে লিখিত ভাবে বিষয়টি সমাধানের নির্দেশ দেন। আমরা বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here