
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
রাজধানীর খিলগাঁও এলাকায় যৌথ অভিযাচন চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য মো. রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে র্যাব-৬ সদর কোম্পানি ভাটিয়াপাড়া ক্যাম্প ও র্যাব-৩ ঢাকা মহানগরীর খিলগাঁও থেকে তাদের গ্রেপ্তার করে।
মঙ্গলবার (১৪ নভেম্বর ) সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের মৃত হাসেন মোল্যা ছেলে মো. কেরামত মোল্যা (৬০), মৃত হাসেন মোল্যার ছেলে মো. নুরু মোল্যা ওরফে নূর ইসলাম (৫৫), টোনা মোল্যার ছেলে মো. অলিয়ার মোল্যা (৫০), মো. কেরামত মোল্যার ছেলে মো. আবুল হাসান মোল্যা (৩০), সাহেব মোল্যার ছেলে মো. সাফি মোল্যা (৪০) ও মো. চাঁন মিয়া মোল্যা, মৃত পাঁচু মিয়ার ছেলে মো. হালিম মিয়া (৫০) এবং মৃত ওয়াদুদ মোল্যার ছেলে মো. সোহেল মোল্যা (৪২)।
র্যাব জানিয়েছে, গত ৩০ অক্টোবর অধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সাবেক সেনা সদস্য চৌধুরী রফিকুল ইসলাম (আনছার)কে (৫৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই দিনই ৭৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন (মামলা নম্বর-৩১)। এরপর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে এজাহারনামীয় পলাতক ৮ আসামি ঢাকা মহানগরীর খিলগাঁও থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। পরে খিলগাঁও থানার আনসার অফিসের সামনের এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামিদের কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে।