আলোড়ন৭১ প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংঙ্গা ইউনিয়নের বিল থেকে গভীর রাতে অবৈধভাবে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার করার অপরাধে ৪ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।
শনিবার ( ৪ নভেম্বর ২০২৩ ) ভোররাতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৪জনকে ১মাসের বিনা শ্রম কারাদন্ড দেওয়া হয়। তিনি আমাদেরকে বলেন,ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার অপরাধ এধরনের অভিযান অব্যহত থাকবে।
আসামীরা হলেন, আনোয়ার শিকদার (৩৫), তুমন সিকদার(২০) রানা শিকদার (২৫), তপু রায়হান (২৫) এদের সকলের বাড়ি পু্ইশুর গ্রামে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার রাজিব রায়, রামদিয়া তদন্ত কেন্দ্রের আাইসি আব্দুল্লা আল মামুন, বেথুড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল হাসান, এসআই শহিদুল ইসলামসহ পুলিশ সদস্য আনসার, দফাদার, চকিদার ও স্থানীয় জনগন উপস্থিত ছিলেন।