আলোড়ন৭১ প্রতিবেদক:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দী বাজরে ৮টি দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(৩১অক্টম্বর ২০২৩) দুপুর ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আইয়ূব আলী মোল্যা থেকে জানা গেছে, আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদীহাসানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন সাহ নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নিজামকান্দী বাজরে সরকারী প্রাইমারী স্কুলে পাশে ৩টি দোকান ও বিভিন্ন স্থানের ৫টি সাপড়া দোকানসহ মোট ৮টি দোকান উচ্ছেদ করেন।
উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সার্বিক ভাবে সহয়াতা করেন রামদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সহিদুল ইসলাম ও তার সংগীয় পুলিশ সদস্যরা।
এ সময় অবৈধভাবে দোকান স্থাপনা গুলো উচ্ছেদ হওয়ায় স্থানী জনসাধারন সন্তুষ্ট হয়।