মোঃ ফরহাদ হোসেন, ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় তিস্তাবেষ্টিত এলাকায় অাজ বৃহস্পতিবার (২৭/০৮/২০ইং) বিকাল চারটায় উপজেলার তিনটি পরিবারে মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।
টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিনখড়িবাড়ী গ্রামের দুলালী বেগম(৪০)পাঁচ সন্তানের জননী।গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে পতিবিয়োগ হয়।এমতবস্থায় সংসার ও সন্তানের পড়ালেখা ইত্যাদি খরচা নিয়ে নানা সমস্যার সম্মুখিন হয় তিনি।এমতাবস্থায় তিস্তা নদী রক্ষা কমিটির সার্বিক সহযোগিতায় এবং অঙ্কুর ইন্টারন্যাশনালের অর্থায়নে সেলাই মেশিন পেলেন তিনি।এসময় নীলফামারী জেলা শাখার সাধারন সম্পাদক ফারুক হোসাইন,সহ-সভাপতি শাহীন, শাহাদত,নাছরিন সিমু সহ কমিটির অন্যান্য সদস্যরা।বিতরন শেষে স্বাস্থ্য সম্পাদক কামরুজ্জামান ‘সাড়া’ টেলিমেডিসিন সেবার প্রচারনা মূলক একটি বৈঠক করেন।
অপরদিকে, পূ্র্বছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের রহিতন(৩০)।সন্তান নিয়ে তিনিও কর্মহীন হয়ে পরেছিলেন।স্বামী রশিদুল ইসলাম গত চার বছর পূর্বে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে।এসময় তার বাড়ীতে উপস্থিত হয়ে সেলাই মেশিনটি হস্তান্তর করেন,
তিস্তা নদী রক্ষা কমিটি নীলফামারী শাখার সহ-সভাপতি ফরহাদ হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নিহাদ সুলতানা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোজাহারুল, হাফিজুল ও অছিমুদ্দীন প্রমূখ।
এছাড়াও গয়াবাড়ী ইউনিয়নের কৃষি শ্রমিক জহরউদ্দিন গত বছর তিস্তা নদীতে কাজ করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তিনি।তার মৃত্যতে শোকাহত ও কর্মহীন পরিবারটিতে উপার্জনের উৎস হিসাবে তার স্ত্রীকে একটি সেলাই মেশিন দেয়া হয়।