আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকেরা পতাকা টানিয়ে জানানদেন কে কার ভক্ত

0
264
আর্জেন্টিনা দলের সমর্থকেরা ২০০ হাত লম্বা পতাকা

আলোড়ন৭১ প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপ এলে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে নানা প্রতিযোগিতা শুরু হয়ে যায়। পাল্লা দিয়ে পতাকা তৈরি করেন উভয় দলের সমর্থকেরা। সারা দেশের ন্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় আর্জেন্টিনা দলের সমর্থকেরা ২০০ হাত লম্বা পতাকা তৈরি করে হৈচৈ ফেলে দিয়েছে।
সরজমিনে ঘুরে দেখা যায় সোমবার সকালে (১৫ই নভেম্বও ২০২২) উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামের একদল তরুন পতাকাটি তৈরি করে টানালে সাড়া পড়ে যায়। সকাল থেকে বিশাল পতাকাটি দেখতে ভিড় করেন আশপাশের এলাকার শতশত মানুষ। পতাকা তৈরি ও সুন্দর ভাবে খেলা উপভোগ করার জন্য আর্জেন্টিনার সমর্থকরা ফ্যান ক্লাব গঠন করে। ক্লাবের সভাপতি সত্যনন্দ মন্ডল বলেন এবার আমরা ভিন্ন কিছু করতে চাই তাই বড় পতাকা তৈরি করেছি। এবং সহসভাপতি সাধন গোলদার বলেন, আমাদের আর্জেন্টিনা সমর্থকেরা যাতে বড়পর্দায় ফুটবল খেলা দেখতে পারে সে ব্যবস্থা করব।
মঙ্গলবার বিকালে উপজেলার বেথুড়ি ইউনিয়নের রামদিয়া ঘৃতকান্দি বৃজের রেলিং এর দুপার্ম্বে বাশ দিয়ে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছে।

রামদিয়া ঘৃতকান্দি বৃজের রেলিং এর দুপার্ম্বে বাশ দিয়ে আর্জেন্টিনার পতাকা

এই সাজানোর উদ্যোগী উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক সবুজ মোল্লা বলেন, আমাদের এলাকায় আর্জেন্টিনার সমর্থক বেশী আমরা খেলা দেখার জন্য বড়পর্দার ব্যবস্থা করেছি।
কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য আজিবর মোল্যা বলেন, আমাদের এখানে আর্জেন্টিনার সমর্থক বেশী তবে পতাকা ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আমরা খেয়াল রাখব।
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকবে, মানুষ তার পছন্দের দলকে সমর্থন করবে এটাই স্বাভাবিক তবে এসব করতে গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে আমাদের সকলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here