বিনোদন ডেস্ক:
অস্কারজয়ী ভারতের সংগীত পরিচালক “এ আর রহমান” এর বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গান বিকৃতির অভিযোগ উঠেছে। এরিমধ্যে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে। এবার সেই স্রোতে গা ভাসালেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের গলায় গাওয়া গান নিয়ে প্রশ্ন উঠলেও এ আর রহমানের বেলায় চুপ কেন সেই প্রশ্ন তুলেছেন এই ভাইরাল ইউটিউবার।
আরও বলেন, ‘‘বহুবার বলেছি আমি কোনো গায়ক বা শিল্পী নই, আমি শিখে এসে গান করিনি। শুধুমাত্র মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন আমারও পরানো যাহা চায় গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ঐ লৌহ কপাট এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?’’