আমি গাইলেই কতো সমালোচনা, এবার চুপ কেন : হিরো আলম

0
74

বিনোদন ডেস্ক:

অস্কারজয়ী ভারতের সংগীত পরিচালক “এ আর রহমান” এর বিরুদ্ধে কবি কাজী নজরুল ইসলামেরকারার ওই লৌহ কপাট’ গান বিকৃতির অভিযোগ উঠেছে। এরিমধ্যে যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে। এবার সেই স্রোতে গা ভাসালেন দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। নিজের গলায় গাওয়া গান নিয়ে প্রশ্ন উঠলেও এ আর রহমানের বেলায় চুপ কেন সেই প্রশ্ন তুলেছেন এই ভাইরাল ইউটিউবার।

ক্ষোভ প্রকাশ করে হিরো আলম বলেন, ‘‘আমি কিছু করলেই দোষ হয়। আমার গান করা নিয়ে প্রশ্ন তোলা হয় বারবার। আমি গান গাইলেই নাকি দেশের মানসম্মান চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি গান করলে যারা নানা রকম কথা বলেন, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের রিমেক গান কারার ঐ লৌহ কপাট নিয়ে কেন কথা বলছেন না?’’

আরও বলেন, ‘‘বহুবার বলেছি আমি কোনো গায়ক বা শিল্পী নই, আমি শিখে এসে গান করিনি। শুধুমাত্র মানুষকে একটু বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন আমারও পরানো যাহা চায় গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ঐ লৌহ কপাট এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?’’

এদিকে এ আর রহমানের এমন কাণ্ডে দেশের কোটি সংগীতপ্রেমী, নজরুল ভক্ত-অনুরাগী, সংস্কৃতিকর্মীদের পাশাপাশি দুই বাংলার বিভিন্ন শ্রেণির শিল্পীরাও প্রতিবাদ জানাচ্ছেন। শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনও অনুষ্ঠিত হয়েছে। তবে, বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য দেননি  অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here