বিনোদন ডেস্ক:
পশ্চিমবঙ্গের আকাশে-বাতাসে পূজার গন্ধ। দোকানে দোকানে ভিড়, রাস্তাঘাটে গিজ গিজ করছে মানুষ। চারিদিকে খালি সাজ সাজ রব। আর সেই সাথে রয়েছে প্যান্ডেলে-প্যান্ডেলে ঘোরা, নতুন গান, নতুন প্রেম, সেই সঙ্গে নতুন-নতুন ছবি দেখা। চলতি বছরের পুজাতে মোট চারটি বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। যার মধ্যে একটি মিমিরও। ছবির নাম ‘রক্তবীজ’, যেটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়।
ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায় ও ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবার কোনো ছবিতে একজন এসপির ভূমিকায় অভিনয় করবেন মিমি। আর যেহেতু পুলিশের চরিত্র তাই মারকাটারি অ্যাকশন তো রয়েইছে। সব মিলিয়ে এবারের পূজা পুরো জমজমাট।
এ তো গেল নায়িকার কর্মজীবনের কথা, ব্যক্তিগত জীবনে ঠিক কী চলছে জানেন? তার সহ-অভিনেত্রীরা সকলেই নয় বিবাহিত, নয়ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন। অনেকে মাতৃত্বের সুখ পেয়েছেন, কয়েকজন আবার একাধিকবার বিচ্ছেদের মুখও দেখে ফেলেছেন। একমাত্র মিমিই না করছেন প্রেম, আর বিয়ে তো অনেক পরের কথা। একসময়ে সম্পর্কে জড়ালেও বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন তিনি।
আর তাই তো ভক্তদের জিজ্ঞাসা, ঠিক কবে বিয়েটা করছেন তিনি? সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়ে মিমি বলেন, ‘বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মতো সাধারণ হোক, কী রুপালি দুনিয়ার অভিনেত্রী,
আশপাশের সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়— কবে বিয়ে করছি? উত্তর হলো, বিয়ে অবশ্যই করব। কিন্তু পাত্র কই?’
নায়িকা আরও বলেন, ‘কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সকলের এত মাথাব্যথা। কিন্তু পাত্রেরই তো ঠিক নেই। যারা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা আগে ছাদনাতলায় যাক, চার হাত এক হোক। আমার যেহেতু কোনো পাত্র ঠিক করা নেই, তাই এই মুহূর্তে বিয়ের প্রশ্ন উঠছে না। যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সকলকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।’
তবে মিমি মনে করেন, বিয়ে জিনিসটা ব্যক্তিগত। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ তার নিজস্ব। এবং তিনি যেহেতু অন্য কারো বিষয়ে মাথা ঘামাচ্ছেননা তাই বাকিদেরও উচিত তার প্রাইভেসিকে সম্মান করা।
সেই সাথে তিনি এটাও জানিয়েছেন যে, এখন তিনি হ্যাপিলি সিঙ্গেল হলেও মিঙ্গেল হতে আপত্তি নেই। তবে এ বছরের মতো তার পূজা প্রেম কেবলই ‘রক্তবীজ’র সংযুক্তা মিত্র।