আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

0
174

রিপোর্টঃ মেহেদী হাসান 

আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছে বাংলাদেশের বোলাররা।

ধর্মশালায় হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৩৭ দশমিক ২ ওভারে ১৫৬ রানে অল-আউট করেছে টাইগার বোলাররা। এর মধ্যে আফগানিস্তানের পাঁচ ব্যাটারকে বোল্ড আউট করেন সাকিব-মিরাজ-তাসকিনরা।

বিশ্ব মঞ্চে এই প্রথমবার প্রতিপক্ষের পাঁচ ব্যাটারকে বোল্ড করেছে লাল-সবুজের বোলাররা। এদিন নাজিবুল্লাহ জাদরানকে সাকিব আল হাসান, মোহাম্মদ নবিকে তাসকিন আহমেদ, আজমতুল্লাহ ওমারজাইকে শরিফুল ইসলাম এবং রশিদ খান-মুজিব উর রহমানকে বোল্ড আউট করেন মেহেদি হাসান মিরাজ।

নিজেদের ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে প্রতিপক্ষের পাঁচ বা তার বেশি ব্যাটারকে বোল্ড করার ক্ষেত্রে এটি নবম ঘটনা বাংলাদেশের। সর্বোচ্চ ছয় ব্যাটারকে বোল্ড করার নজির আছে টাইগার বোলারদের। গেল বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবীয়দের ৬ ব্যাটারকে বোল্ড করেছিল চণ্ডিকা হাথুরুসিংহের দল। ওই ম্যাচে স্পিনার তাইজুল ইসলাম তিন ব্যাটারকে, মোসাদ্দেক হোসেন-নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান একজন করে ব্যাটারকে বোল্ড আউট করেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here